What is NGO ? (এনজিও বলতে কি বোঝায়)

 

উত্তর t NGO – Non Governmental Organization.বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা, একটি অলাভজনক প্রতিষ্ঠান। | এ বিবেচনায় সরকারের নির্দিষ্ট বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত ব্যতিরেকে সকল প্রতিষ্ঠান কেই এনজিও বলা চলে ।

এনজিও নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে।

·         জনসংখ্যা নিয়ন্ত্রন (পরিবার পরিকল্পনা )

·  বেকারত্ব দূরীকরণ

ক) চাকুরি সৃষ্টি 

খ) স-করম সংস্থান সৃষ্টি

·  শিক্ষা (প্রাথমিক শিক্ষা, উপ- আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ) 

·  বনায়ন ( সামাজিক বনায়ন)

·  স্বাস্থ্য  (প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা)

·  পানিয় জল

·  ত্রান অ পুনর্বাসন ( দুর্যোগ ব্যবস্থাপনা)

· দারিদ্র বিমোচন, ক্ষমতায়ন ও উন্নয়ন (নারির অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি)

·  সু শাসন উন্নয়ন

বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের  বর্তমান ধারাকে আরও বেগবান ও টেকসই রাখার লক্ষে সরকারের ব্যাপক কার্যক্রমের  পাশাপাশি এনজিও গুলোও সুদুরপ্রসারি ইতিবাচক ভুমিকা রাখছে একথা জোরের সাথেই বলা যেতে পারে ।

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.