CAP, Conflict( ক্যাপ, দ্দন্দ )


 প্রশ্ন ঃ CAP বলতে কি বোঝেন ?

উত্তর CAP- Community Action Plan হলো কোন এলাকায় বসবাসরত জনগনের অংশগ্রহনে তাদের সমস্যা চিহ্নিত করা,  সমস্যার অগ্রাধিকার নির্ণয় করা, সমস্যার কারণ ও তার প্রভাব বের করা এবং সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তার উপায় বের করা ও দায়িত্ব বন্টনের মাধ্যমে সমাধানের পরিকল্পনা করা।

Objectives of CAP (এর উদ্দেশ্য) ঃ

১.       উপকারভোগী বা সদস্যদের সমস্যা চিহ্নিত করতে সহায়তা করা

২.       সদস্যদের সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করা

৩.      সমস্যা সমাধানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা

৪.       স্থানিয় সম্পদ চিহ্নিত করতে সহায়তা করা

৫.       স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের উন্নয়ন করা যায় তা বুঝতে সহায়তা করা

৬.       স্থায়িত্বশীল উন্নয়নের অংশীদার হিসেবে উপকারভোগী বা সদস্যদের উদ্বুদ্ধ করা

 

প্রশ্ল ঃ Steps of CAP?

উত্তর ঃ ঈঅচ এর ধাপ ৩ টি। সেগুলো হল-

১)      সমস্যা চিহ্নিত করা ও গুরুত্ব নির্ধারন করা

২)      সমস্যার কারন ও ফলাফল বিশ্লেষন

৩)      সমস্যা সমাধানের জন্য কর্ম পরিকল্পনা করা

 

১. সমস্যা চিহ্নিত করা ও গুরুত্ব নির্ধারন করার ছক

সমস্যা

বেশি সমস্যা

মোটামুটি সমস্যা

কম সমস্যা

র‌্যংকিং

 

২. সমস্যার কারন ও ফলাফল বিশ্লেষন করার ছক

ক্রমিক নং

সমস্যা

সমস্যার কারন

সমস্যার প্রভাব/ফলাফল

ক্রমিক নং

সমস্যা

 

প্রশ্ন ঃ Conflict (দ্বন্দ্ব) বলতে কি বোঝেন ?

উত্তর ঃ দ্বন্দ্ব হল একটি সামাজিক প্রক্রিয়া। কোন  বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে দুই বা ততোধিক সদস্যের মধ্যে পারস্পরিক যে বিরোধ বা আক্রমণাতœক ব্যবহারের উদ্ভব হয় তখন তাকে দ্বন্দ্ব বা সংঘাত বলা হয়ে থাকে। অন্য ভাবে বলা যায় দ্বন্দ্ব হল মতের অমিল। যেখানে দুটি পক্ষ থাকবে।

 

প্রশ্ন ঃ Conflict (দ্বন্দ্ব) নিরসনের উপায়সমূহ কি কি ?

উত্তর ঃ দ্বন্দ্ব নিরসনের ৫ টি উপায় রয়েছে। সেগুলি হলঃ

(১)     প্রতিযোগীতা মূলক Win, Loss/ Loss, Loss)

(২)     এড়িয়ে চলা Loss/ Loss)

(৩)     মেনে নেওয়া Win/ Loss)

(৪)     আপোষ মূলক (দুপক্ষেরই কিছু ছাড় দেওয়া)

(৫)     সহযোগীতা মূলক (Win/ Win)

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.