Enterprise: Small Entrepreneurship , Market Analyses (বাজার জরিপ )বলতে , Sub sector and Value Chain, IGA
Enterprise:
An enterprise is considered to be any entity engaged in an economic activity, irrespective of its legal form. In enterprise development programs, this particularly includes self-employed persons, family business, partnership or group businesses that are regularly engaged in an economic activity.
প্রশ্ন ঃ Small Entrepreneurship (ক্ষুদ্র
ব্যবসা বলতে আপনি কি বোঝেন)?
DËi t A business which is
independently owned and operated and not dominant in its field. অর্থাৎ ‘‘যে ব্যবসা নিজস্ব মালিকানায়
গঠিত ও পরিচালিত হয় এবং বাজারে যে ব্যবসার প্রাধান্য কম বা ক্ষুদ্র অংশ রয়েছে তাই ক্ষুদ্র
ব্যবসা।
প্রশ্ন ঃ ক্ষুদ্র উদ্যোক্তা কারা ?
উত্তর
ঃ ‘Entrepreneurship’
এর বাংলা প্রতিশব্দ হলো উদ্যোগ বা শিল্পদ্যোগ। উদ্যোগ বলতে এমন একটি কার্যক্রমকে
বোঝায় যার মাধ্যমে একটি ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণ ও পরিচালনা
করে পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করা হয়। আর যারা উদ্যোগ গ্রহণ
করেন তারাই উদ্যোক্তা। যারা এসব উদ্যোগ ক্ষুদ্র আকারে করে থাকেন তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা
বলে।
যে ব্যক্তি নিজস্ব উদ্যেগে কোন ব্যবসা বা প্রকল্প গ্রহণ ও পরিচালনা করেন তিনিই উদ্যোক্তা। অন্যভাবে বলা যায়, উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি নতুন ব্যবসা বা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সফল না হওয়া পর্যন্ত চালিয়ে যান।
উদ্যোক্তার গুনাবলী ঃ একজন উদ্যোক্তার
যে সকল গুনাবলী থাকা বাঞ্ছনীয় সেগুলো হলঃ
১. আতœ-বিশ্বাস
২. সাফল্য লাভের তীব্র আকাঙ্খা
৩. অধ্যবসায় ও ইচ্ছাশক্তি
৪. ঝুঁকি বা চ্যালেঞ্জ গ্রহনের ক্ষমতা
৫. কঠোর পরিশ্রম
৬. পুঁজি সংগ্রহের ক্ষমতা
৭. উদ্ভাবনী শক্তি ও দূরদৃষ্টি
উদ্যোগের ক্ষেত্রগুলি হলঃ
১.
কেনা-বেচা
২. সেবা
মূলক
৩. উৎপাদনমূলক
প্রশ্ন ঃ উন্নয়ন কর্মী হিসেবে
একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে কিভাবে সাহায্য করা যেতে পারে ?
উত্তর ঃ উন্নয়ন কর্মী হিসেবে এসব ব্যক্তিকে সাহস ও উৎসাহ প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ঋণ প্রদানের মাধ্যমে পুঁজি সংগ্রহের ব্যবস্থা করে এবং বাজার যাচাই ও জরিপের মাধ্যমে সঠিক প্রকল্প গ্রহনে উৎসাহিত করে একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে সাহায্য করা যেতে পারে।
প্রশ্নঃ Market Analyses (বাজার জরিপ )বলতে কি বোঝেন ?
উত্তর ঃ ‘‘বাজার জরিপ এমন একটি পদ্ধতিগত কৌশল, যা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরীর মধ্যে যেকোন
পণ্য ও সেবা সামগ্রীকে উৎপাদন ও বাজারজাত করন ব্যবস্থার নিয়ন্ত্রন রাখে।” বাজার জরিপের মাধ্যমে পণ্য উৎপাদন ও বিক্রিয়
বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। ফলে প্রতিষ্ঠান/প্রকল্প/ব্যবসা তার পরিকল্পিত মুনাফা
অর্জনে সক্ষম হয়।
Market Assessment : Having developed a framewark for understanding the market system, how do we actually go about assessing markets in practice ?
Objectives of Market Analyses (বাজার জরিপের উদ্দেশ্য) ঃ
- ভোক্তার প্রয়োজন নিরূপন
- পণ্যদ্রব্যের মান উন্নয়ন
- বিক্রয় নীতি নির্ধারণ
- পণ্যের চাহিদা নিরুপণ
- ক্রতার সন্তুষ্টি বিধান
Sub sector and Value
Chain:
Sub-sector: All the firms that buy and sell from each other in order
to supply a particular set of product or services to final consumers.
A sub sector incl dues producers, processors, input suppliers, exporters, wholesalers, retailers etc.
Value Chain: The sequence of productive processes form the
provision of specific inputs for a particular product to primary production, transformation, and marketing up to final consumption.
An institutional arrangement
linking and coordinating producers, processors, traders and di distributors of a particular product.
Sub sector and value Chain
analysis can be done both for products and services.
Why Sub sector and Value Chain :
Ø
To identify the positions of the SMEs in the
market
Ø
To understanding the market channels
Ø
To understand the market dynamics
Ø
To identify the constraints and opportunities
Ø To identify the actors and their relations
cÖkœ t Which IGA you will prefer
for your working community?আয় বর্ধনমূলক কর্মকান্ড হিসেবে আপনি কোন কোন প্রকল্পকে অগ্রাধিকার দেবেন ?
উত্তর ঃ কোন আয় বর্ধনমূলক কর্মকান্ড গ্রহণের
পূর্বে সদস্যদের সামর্থের প্রতি অবশ্যই নজর দিতে হবে। করন সঠিক প্রকল্প গ্রহণ না করলে
লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। প্রকল্প নির্বাচনের পূর্বে বাজার জরিপ করে
নিতে হবে। নিম্ন লিখিত আয় বর্ধনমূলক কর্মকান্ড গ্রহণের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব-
১. বসত
বাড়িতে সবজি চাষ
২. হাঁস-মুরগী
ও কবুতর পালন
৩. ছাগল-ভেড়া
পালন
৪. গাভী
পালন
৫. গরু
মোটাতাজা করন
৬. মুদী
দোকান ব্যবসা
৭. পিঠা বানানো
৮. ফেরি
করা ব্যবসা
৯. দর্জির
ব্যবসা
১০. বাঁশ
দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরীর ব্যবসা ইত্যাদি।
Social barrier of women in participation
of viable IGA:
o Limited scope of information
o Limited scope of market
research
o Poor transportation system
o Government and institutional
policies and rules
o Policies of banks and other
institutions
Normative Factors:
o Social stigma
o Availability of capital
o Market contacts
Cognitive Factors:
o Risk assessment capacity
o Education and access to
information
o Entrepreneurial training
o Business knowledge
Comments
Post a Comment