Rights and Human Right (অধিকার এবং মানবাধিকার)


প্রশ্ন অধিকার বলতে কি বোঝেন ?

উত্তর অধিকার হচ্ছে আইন নৈতিকতা দ্বারা স্বীকৃত এক ধরনের মৌলিক প্রয়োজন বৈধ দাবি। মানুষ হিসেবে সম্মানজনকভাবে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন, সেগুলোই আমাদের অধিকার। এই অধিকারের কিছু মৌলিক দিক রয়েছে, যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্নেহ, স্বীকৃতি ইত্যাদি।

অধিকারের প্রকারভেদঃ

ব্যাপক অর্থে অধিকারকে দুই ভাগে ভাগ করা য়ায়ঃ

.নৈতিক অধিকার

.আইনগত অধিকার

এছাড়াও রয়েছে মানবাধিকার মৌলিক অধিকার। আবার এভাবেও বলা যায়- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার।

মানবাধিকার মৌলিক অধিকারে মধ্যে পার্থক্য

মানবাধিকার                                                                   মৌলিক অধিকার

. মানবাধিকার সার্বজনীন                                 . মৌলিক অধিকার দেশ ভেদে ভিন্ন ভিন্ন

. মানবাধিকার সারা বিশ্ব দ্বারা স্বীকৃত               . মৌলিক অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত

. সকল মৌলিক অধিকারই মানবাধিকার         . সকল মানবাধিকার মৌলিক অধিকার নাও হতে পারে

. মানবাধিকার কোন ভৈগলিক সীমারেখা দ্বারা সীমাবদ্ধনয় . মৌলিক অধিকার নির্দিষ্ট দেশের 

. মানবাধিকার ৩০ টি                                       . বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ১৮ টি


মানবাধিকার আইনগত নৈতিক অধিকারের মধ্যে যেগুলো পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবী করতে পারে তাকে মানবাধিকার বলে। মানবাধিকার জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষ সমাজের সকলের অধিকারকে সন্মোধন করে। জাতিসংঘ সাধারন পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পৃথিবীর সকল দেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন মানবাধিকার ঘোষনা করেন। নিম্নে সংক্ষেপে মানবাধিকারের বিষয়গুলি তুলে ধরা হলোঃ

.                     সমতার অধিকার

.                     বৈষম্য থেকে মুক্তি পাবার অধিকার

.                    জীবন, স্বধীনতা ব্যক্তিগত নিরাপত্তা পাওয়ার অধিকার

.                     দাসত্ব থেকে মুক্তি পাওয়ার অধিকার

.                     নির্যাতন অবমূল্যায়ন থেকে মুক্তি পাওয়ার অধিকার

.                     আইনের চোখে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার

.                     আইনের চোখে সকলেই সমান এই অধিকার পাওয়া

.                    উপযুক্ত আদালত থেকে বিচার পাবার অধিকার

.                     বেআইনী আটক বন্দি দশা থেকে মুক্তি লাভের অধিকার

১০.                  নিরপেক্ষ প্রকাশ্য শুনানীর অধিকার

১১.                   অপরাধ প্রমান না হওয়া পর্যন্ত নির্দোষ ব্যক্তির মত আচরণ পাওয়ার অধিকার

১২.                  পরিবার, বাড়িতে এবং পত্র যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা পাবার অধিকার

১৩.                  স্বাধীনভাবে যে কোন দেশে যাওয়া বা আসার অধিকার

১৪.             অন্য কোন দেশে অমানবিক যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয় পাওয়ার অধকার

১৫.                  জাতীয়তা পাওয়া এবং পরিবর্তন করার অধিকার

১৬.                  নিজস্ব বিশ্বাস ধর্মের স্বাধীনতা

১৭.                  বিয়ে করা পরিবার গঠন করার অধিকার

১৮.                  সম্পত্তির মালিক হওয়ার অধিকার

১৯.                  মতামত দেওয়া তথ্য পাওয়ার স্বাধীনতা

২০.                  শান্তিপূর্ণ ভাবে সমাবেশ সংগঠন করার অধিকার

২১.                  মুক্ত নির্বাচন সরকারে অংশগ্রহণ করার অধিকার

২২.                  সামাজিক নিরাপত্তার অধিকার

২৩.                  কাঙ্খিত কাজ পাওয়া ট্রেড ইউনিয়ন করার অধিকার

২৪.                  অবসর বিশ্রাম পাওয়ার অধিকার

২৫.                  স্বয়ং সম্পূর্ণ জীবন-যাত্রার অধিকার

২৬.                  শিক্ষার অধিকার

২৭.                  সমাজের সংস্কৃতিক জীবনে অংশ গ্রহণ কারার অধিকার

২৮.                  মানবাধিকার রক্ষাকল্পে সামাজিক নিশ্চয়তার অধিকার

২৯.                  মানবাধিকার রক্ষাকল্পে সমাজের কর্তব্য পালন

৩০.                  উপরোক্ত অধিকারগুলোর ব্যাপারে রাষ্ট্র বা ব্যক্তির হস্তক্ষেপ থেকে রক্ষা পাওয়ার অধিাকার

মৌলিক অধিকার যখন কতিপয় মানবাধিকারকে কোন দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং উক্ত মানবাধিকারকে সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষন করা হয় তখন তাদেরকে মৌলিক অধিকার বলে। বাংলাদেশের সংবিধানের তৃতীয়ভাগের ২৬ থেকে ৮৮ পর্যন্ত মোট উনিশটি অনুচ্ছেদে ১৮ টি মৌলিক অধিকার সন্নিবেশিত আছে।এই অধিকারগুলোর পরিপন্থী কোন আইন পাশ করা যাবেনা; যাদি পাশ করা হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। নিম্নে সংক্ষেপে মৌলিক অধিকারগুলো তুলে ধরা হলোঃ

.সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনের সমান আশ্রয় লাভের অধিকারী

 ধর্ম, গোষ্ঠি, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারনে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র কোন বৈষম্য করবে না

কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে

.রাষ্ট্রপতির পূর্বানুমতি ব্যতীত কেউ কোন বিদেশী রাষ্ট্রের নিকট থেকে কোন উপাধি, সম্মান, পুরুষ্কার গ্রহণ করতে পারবে না

আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা কারও প্রতি গ্রহণ করা যাবে না যাতে কোন ব্যক্তির জীবন, স্বধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে

আইনানুযায়ী ব্যতীত জীবন বা ব্যক্তি স্বাধীনতা হতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না

গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীর্ঘ্র গ্রেফতারের কারণ জানাতে হবে এবং তার মনোনীত আইনজীবির সাথে পরমর্শ তাঁর মাধ্যমে আতœপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

.জোরপূর্বক কাউকে শ্রমদানে বাধ্য করা যাবে না

.কোন ব্যক্তিকে যন্ত্রনা দেওয়া যাবে না কিম্বা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না

১০বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোন স্থানে বসবাস বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

১১শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়া এবং জনসভা শোভাযাত্রায় যোগদানের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

১২.সমিতি, সংগঠন বা সংঘ গড়ে তোলার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

১৩.প্রত্যেক নাগরিকের বাক ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হল

১৪যে কোন আইনগত পেশা বা বৃত্তি গ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

১৫যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে

১৬প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে

১৭স্বীয় গৃহে নিরাপত্তা লাভ যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তা রক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

১৮.উপরিউক্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.