ঊপজেলা এবং ইউনিয়ন
প্রশ্ন ঃ ইউনিয়ন পরিষদ হতে কি কি সেবা সমূহ পাওয়া যায় ?
উত্তর ঃ ইউনিয়ন পরিষদ হতে
প্রাপ্ত সেবা সমূহ নিম্নরূপ ঃ
বিভিন্ন ধরনের সনদ (নাগরিকত্ব ও জাতীয়তা সনদ,
চারিত্রিক সনদ)
বিভিন্ন ভাতা ও ত্রাণ (বয়স্ক ভাতা,
বিধবা ভাতা,
মুক্তিযোদ্ধা ভাতা,
প্রতিবন্ধী ভাতা,
ভিজিডি, ভিজিএফ)
জন্ম-মৃত্যু
নিবন্ধন
রাস্তাঘাট উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ
স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন
পরিবেশ ও স্থানীয় উন্নয়ন
কৃষি, মৎস ও পশুসম্পদ উন্নয়ন
শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রম
অপরাধ দমন ও আইন শৃঙ্খলা উন্নয়ন (চোরাচালান রোধ)
গ্রাম আদালতের মাধ্যমে বিচার
নারী ও শিশু কল্যাণ
ট্রেড লাইসেন্স
cÖkœ t Which
Govt. Offices in Upazila Level (উপজেলা পর্যায়ে কি কি সরকারী অফিস রয়েছে) ?
উত্তর ঃ উপজেলা পর্যায়ে
যেসব সরকারী অফিস রয়েছে সেগুলি হলো ঃ
ড় কৃষি অফিস
ড় মৎস অফিস
ড় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস
ড় ভূমি অফিস
ড় শিক্ষা অফিস
ড় মহিলা ও শিশু অধিদপ্তর
ড় থানা
ড় হাসপাতাল
ড় রিলিফ ও পূনর্বাসন অফিস
ড় নির্বাচন অফিস
ড় এনজিও ইত্যাদি।
Comments
Post a Comment