Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)
প্রশ্নঃ Sustainable Livelihood স্থিতিশীল জীবিকায়ন বলতে কি বোঝেন ?
DËi t (Community capacity
should be enhanced to identify their problems, analyses and solve the problems
by identifying their local resources.) যে জীবিকায়নের ঘাত-প্রতিঘাত ও কষ্টকর (ঝঃৎবংং) পরিস্থিতি অর্থাৎ জীবিকায়নের বিপন্ন অবস্থা অতিক্রম করে সুষ্ঠ জীবনযাপন নিশ্চিত করতে পারে, জীবিকায়নের জন্য প্রয়োজনীয় সামর্থ ও পরিসম্পদসমূহ বৃদ্ধি করতে, বর্তমান অবস্থায় রাখতে পারে এবং পরবর্তী প্রজন্মের জন্য টেকসই জীবিকায়নের সুযোগ অক্ষুন্ন রাখে; কেবল তাকেই স্থিতিশীল জীবিকায়ন বলে। এবং এ প্রচেষ্টাকে স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টা বলে। একটি স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টা গণমানুষের জীবিকায়ণের অন্যান্য পন্থাকেও উৎসাহিত করে এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে স্বল্প ও দীর্ঘমেয়াদী অবদান রাখে। স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টা বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষিতে বিবেচনা করে সুষ্ঠ জীবনধারণের কৌশল অবলম্বন করে। এতে ব্যক্তি বা গোষ্ঠিø সামর্থের পাশাপাশি প্রাকৃতিক সম্পদকে গুরুত্বসহ বিবেচনা করা হয়।
Characteristics
of Sustainable Livelihoods (স্থিতিশীল জীবিকায়নের বৈশিষ্ট্য) ঃ
১। জীবন ধারনের ঘাত-প্রতিঘাত সহ্য করতে পারে
২। বিপন্ন অবস্থা অতিক্রম করতে বা খাপ খাইয়ে নিতে পারে
৩। বাইরের সাহায্য বা সমর্থনের উপর ততটা নির্ভরশীল নয়
৪। বর্তমান সামর্থ টিকিয়ে রাখতে ও প্রয়োজনে বৃদ্ধি করতে পারে
৫। পরবর্তী প্রজন্মের জন্য স্থিতিশীল জীবিকায়নের সুযোগ অক্ষুন্ন রাখে
৬।প্রাকৃতিক সম্পদের উৎস বা যোগান বিনষ্ট করে না
প্রশ্নঃ t Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ) কি কি ? আলোচনা কর।
উত্তর ঃ স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টা মূলত জনগণ নির্ভর। যা জনগনের প্রকৃত এবং বাস্তবভিত্তিক সামর্থ্য (Capability) সম্পর্কে ধারণা দেয় এবং এ সামর্থকে কাজে লাগিয়ে যথাযথ কৌশল গ্রহণের মাধ্যমে পরিসম্পদকে সফল ও নিরাপদ জীবিকা পরিচালনার কাঙ্খিত ফলাফলে (outcome) রূপান্তরিত করে বা সে সম্পর্কে ধারণা দেয়।
সাধারণ ভাবে ৫ ধরনের পরিসম্পদ নিয়ে স্থিতিশীল জীবনযাত্রা গড়ে ওঠে
*মানবীয় পরিসম্পদ (Human Asset)
*প্রাকৃতিক পরিসম্পদ ( Natural
Asset)
*আর্থিক পরিসম্পদ (
Financial ASSET)
*ভৌত পরিসম্পদ ( Physical Asset) এবং
*সামাজিক পরিসম্পদ (Social
Asset)
মানবীয় পরিসম্পদ ঃ ব্যক্তি/গোষ্ঠির জ্ঞান-দক্ষতা, শ্রম দেওয়ার সামর্থ, সুস্বাস্থ্য, শারীরিক শক্তি, স্ত্রী, সন্তান ইত্যাদি মানবীয় পরিসম্পদের অন্তভূক্ত। জীবিকার জন্য প্রয়োজনীয় অন্যান্য সম্পদসমূহকে জীবনধারনের কাঙ্খিত ফলাফলে রূপান্তরের জন্য মানবীয় পরিসম্পদ অপরিহার্য।
প্রকৃতিক পরিসম্পদ ঃ বায়ু, ভূমি, জল ও জলজ সম্পদ, প্রাণীকূল, পাহাড়-পর্বত, বন, জীব-বৈচিত্র ইত্যাদি প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হয়। মানুষের জীবিকার জন্য অধিকাংশ কার্যক্রমই প্রাকৃতিক সম্পদভিত্তিক; যেমন- খামার পরিচালনা, মৎস আহরণ, মাছচাষ, কৃষিকাজ, খনিজ সম্পদ আহরণ।
আর্থিক পরিসম্পদ ঃ অর্থনৈতিক পরিসম্পদ ব্যক্তি বা গোষ্ঠির নিকট বিদ্যমান অথবা প্রাপ্তিযোগ্য আর্থিক পরিসম্পদ বুঝায় যা ব্যক্তি বা গোষ্ঠিকে জীবনধারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুযোগ প্রদান করে। যেমন- আয়, সঞ্চয়, ঋণ, নানা ধরনের আর্থিক প্রাপ্তি, পেনশন ইত্যাদি। অন্যান্য পরিসম্পদের তুলনায় এ সম্পদকে বহুমুখী ব্যবহার করার সুযোগ বেশী এবং এ সম্পদ ব্যবহার করে স্থিতিশীল জীবিকার জন্য অন্যান্য পরিসম্পদের ইতিবাচক রূপান্তর ও নতুন সম্পদ সৃষ্টি করা যায়। আবার এ সম্পদের অপব্যবহারের কারনে অন্যান্য পরিসম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
ভৌত পরিসম্পদ ঃ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ভৌত পরিসম্পদ অপরিহার্য।
সামাজিক পরিসম্পদ ঃ স্থিতিশীল জীবিকা নির্বাহে যে সমস্ত সামাজিক বিষয় প্রভাব বিস্তর করে সেগুলো সামাজিক পরিসম্পদের অন্তভূক্ত। সামাজিক পরিসম্পদের উপর ভিত্তি করে জীবিকা নিরাপত্তা লাভ করে। সামাজিক পরিসম্পদ বলতে পারস্পরিক যোগসূত্র , কোন দলের সদস্যপদ অর্জন, বিশ্বস্ততা, সামাজিক সম্পর্ক, সমাজের বিভিন্নস্তরে প্রবেশাধিকার প্রভৃতি বোঝায়। পারস্পরিক সম্পর্ক, আস্থাশীলতা ইত্যাদি স্বল্পব্যয়, কার্যকর ও টেকসই কর্মপরিবেশ সৃষ্টি করে
Sustainable
Livelihood Approach ‡K 4A দ্বারা বোঝানো জায়।
A - Ability ( সামর্থ্য
A - Assets (পরিসম্পদ সমুহ )
A - Activities (কার্যক্রম সমুহ
A - Access ( প্রবেশাধিকার)
Household Livelihood Security:
Household Livelihood Security has become a basic
framework for program analysis, design monitoring and evaluation.
A simplified definition of HLS is “The adequate and
sustainable access to income and other resources to enable households to meet
basic needs (including adequate access to food, potable water, health
facilities, educational opportunities, housing and time for community
participation and social integration) and to build up assets to withstand and
recover from shocks and stress.”
Elements of HLS
v Economic Security
v Adequate access to food
v Potable water
v Health Facilities
v Housing/Shelters
v Educational opportunities
v Environment
v Community participation
HLS embodies three fundamental attributes:
1. Human capabilities
2. Access to other tangible and
intangible assets
3. Existence of economic
activities
Principles of HLS:
Begins with
People:
The starting point for HLS is vulnerable households. HLS seeks to understand
needs and those needs are met in order to improve households.
Holistic
analysis and synthesis: This may involve the use of rapid situational analysis of in-depth or
geographical wide analysis of livelihood to determine the causes of
vulnerability and extent of poverty. The aim is to ensure a multi-dimensional
view of livelihoods that allows identification of the most vulnerable
households, and place people’s priorities and aspirations for improving their
livelihood firmly at the center of the analytical and planning process.
Links
disasters with development: A key component of HLS understands how assets
mitigate the effects of shocks and stresses.
Micro to
Macro intervention: HLS points to a range of possible interventions at a variety of levels
from policy to advocacy (to improve access to resources) to household level
vocational training to improve access to income opportunities.
Focusing
strategy through synergy: This approach ensures focusing on the project
components, which will have the greatest beneficial impact on improving
livelihoods. It may involve cross-sectoral
linkages, addressing needs that really deal with priority concerns of
the household, or building experiences and coping mechanisms evolve by households.
Coherent
information system: In order to capture program outcomes, it is essential to select
indicators that will capture synergistic effects. The system is set up such
that it will provide information for both individual communities as well as
cross-project or cross-regional comparisons in impact evaluation.
Gender
Equity:
HLS recognizes equally the role of children, women and men in society.
Flexibility: This for example, allows
for some negotiated ideas and livelihood indicators, which are then developed
more fully during the strategy design and when the information system is being
developed during implementation. It also allows for adjustments in project
implementation if available information indicates so.
Barriers to
achieving a sustainable Livelihood:
o Access: The inability to
achieve adequate productive activities-through illness, a surplus of labor.
o A barrier to access due to
position in society-being a woman prevents getting work that pays an adequate
wage.
o Control of resources-private
landlords increase rents which uses up some of the income.
o Inadequate resources, in
urban context-water supply is available for only two hours a day due to water
shortages and a poor water delivery system
o Resources availability is
limited or low due to poor governmental management, weak policies war and/or
debt.
o Poor use of resources at
household level-incremental building of poor quality shelters or contaminating
water through poor hygiene
o Shocks-natural hazards, the
unusual events for which a household does not have the resources to withstand
o Stress-long term sickness
within a family or destroying savings
o Inadequate assets to
increase future access
Why Use the HLS Framework for PM&E:
- Evaluate the impact of projects on people’s lives
- Need to answer key donor questions
i.
Are people being helped by the projects?
ii.
How are people being helped?
iii.
How can we do better?
iv.
What new project or intervention would offer the most benefit?
v.
Which areas should be selected for this project?
- These questions require standardized methods for comparison of
different projects, methods and geographic areas
(Vulnerability) (বিপদাপন্নতা ঃ বিপদাপন্নতা ও দারিদ্রতা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দারিদ্রের একটি সাধারন বৈশিষ্ট হচ্ছে আকস্মিক কোন বিপদাপন্ন অবস্থা যেমন চাকরি হারানো, অসুস্থতা অথবা ফসলহানী এ ধরনের বিরূপ অবস্থা হতে উত্তরোন ঘটিয়ে স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করতে পারেনা। স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টার আলোকে বিপদাপন্নতার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলি হচ্ছেঃ
(Trends) প্রবণতা ঃ কোন বিষয় যা স্বাভাবিকভাবে ঘটার কথা নয়, কিন্তু দীর্ঘমেয়াদে ঘটছে বা চলে আসছে তা প্রবণতার অন্তভূক্ত।
- জনসংখ্যার প্রবণতা
- সম্পদের প্রবণতা
- জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবণত
- প্রশাসনিক ও রাজনৈতিক প্রবণতা
প্রযুক্তিগত প্রবণতা (Seasonality) মৌসুমী পরিবর্তন ঃ
নিম্নলিখিত বিষয়গুলি Seasonality
এর অন্তর্ভুক্ত
o
পণ্য বিক্রেতার ক্ষেত্রে হঠাৎ দ্রব্যমূল্যের অধোগতি এবং পণ্যক্রেতার ক্ষেত্রে হঠাৎ দ্রব্যমূল্যের উর্ধগতি (Off
Prices)
o
প্রাকৃতিক কারনে উৎপাদনে অপ্রত্যাশিত হ্রাস-বৃদ্ধি (Off
Production)
o
ঋতু পরিবর্তনে রোগ-শোক হওয়া বা স্বাস্থ্যহানি ঘটা (Off
Health)
o
কর্মসংস্থানের সুযোগ হ্রাস (Off
Employment Opportunities)
১। (Shocks_ ঝুঁকি/বিপদ ঃ হঠাৎ ঘটে যাওয়া কোন বিষয় যা জীবন যাত্রায় বিঘœ ঘটায় বা বিপদাপন্ন করে তোলে তা বিপদের অন্তভূক্ত। ঝুঁকি/বিপদ নিম্নরূপ হয়ে থাকে-
শারীরিক অসামর্থতা (Human
Health Shocks)
o
প্রাকৃতিক দুর্যোগ (Natural
Shocks)
o
আর্থিক ঝুঁকি (Economic
Shocks)
o
দ্বন্দ্ব সংঘাত (Conflict)
o
শস্য/পশু-পাখি হানি (Corp/Livestock
Health Shocks)
o
মাছের মড়ক (Fish
Health Shocks)
স্থিতিশীল জীবিকায়ন প্রচেষ্টায় বিপদাপন্নতার উল্লেখিত
বিভিন্ন অবস্থা যেমন- দুর্বল স্বাস্থ্য, বেকারত্ব,
ফসলহানী বা ফসলের
কম উৎপাদন ইত্যাদি অবস্থার মতো স্বল্পমেয়াদী দুরহ অবস্থা মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠির
সক্ষমতা বৃদ্ধি করে।
স্থিতিশীল জীবিকায়ন
প্রচেষ্টার মূলনীতি সমূহঃ
১) জনগণ কেন্দ্রিক (People Centered)
২) সমষ্টিগত
(Holistic)
৩) গতিশীল
(Dynamic)
৪) সামর্থের
ভিত্তিতে বিকাশ (Building on strength)
৫) ব্যবস্থাপনার
বিভিন্ন স্তরের মধ্যে যোগসূত্র (Macro-Micro links)
৬) বহুমাত্রিক
স্থিতিশীলতা (Wider
view sustainability)
প্রশ্ন ঃ Process
of Beneficiary selection (উপকারভোগী নির্বাচন পদ্ধতি আলোচনা করুন) ।
উত্তর ঃ উপকারভোগী নির্বাচন করতে হলে নিম্নলিখিত ধাপ
গুলো অনুসরণ করা হয়
ক) গ্রাম ষ্টাডি
- গ্রাম পরিভ্রমণ
- স্কেচ ম্যাপ তৈরী
- এফজিডি
খ) উপকারভোগী নির্বাচন
- পাড়াভিত্তিক আলোচনা
- সামাজিক মানচিত্র প্রণয়ন
- উপকারভোগী খানার তালিকা প্রণয়ন
- সরেজমিন যাচাই
- চুড়ান্ত তালিকা প্রণয়ন
- রিপোর্ট করা
Comments
Post a Comment