Capital পুঁজি , Social Capital সামাজিক মূলধন


  

প্রশ্ন ঃ  Capital (cyuwR), Social Capital (সামাজিক পুজি ) বলতে কি বোঝেন  ?

উত্তর ঃ আয় উৎপাদন ও ব্যবসা করতে বা সম্পদ বাড়াতে যা লাগে, তা সবই পুঁজি; এছাড়াও জীবন চালাতে, সুস্থ থাকতে বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে/করতে যা লাগে তাও পুঁজি। বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা/অর্থকে পুঁজি মনে করা হলেও মানুষের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং পরিবেশ ও পুঁজির অন্তর্ভূক্ত। যার মাধ্যমে মানুষের সেবা ও সুযোগ প্রাপ্তির ক্ষেত্র তৈরী হয় এবং ব্যক্তি ও সমাজ জীবনে কল্যাণ সাধিত হয়।

সামাজিক সম্পর্ক থেকে যেসব সম্ভাবনা ও সুযোগ তৈরী হয়, তাকে সামাজিক পুঁজি বলে।

প্রশ্ন ঃ সামাজিক পুঁজির উপাদানসমূহ কি কি ?

উত্তর ঃ সামাজিক পুঁজির উপাদানসমূহ হল ঃ

পারস্পরিক বিশ্বাস-আস্থাশীলতা, সহযোগীতা

অভিজ্ঞতা, সাহস-সমর্থন-উৎসাহ/প্রেরণা

ম্পর্ক উন্নয়ন (আচার-অনুষ্ঠান-উৎসব ইত্যাদির মাধ্যমে), এবং

ব্যক্তিগত দান/সেবা ইত্যাদি।


প্রশ্ন ঃ Supporting Ca pita (সহায়ক পুঁজি) কাকে বলে? এর উৎস কি কি ?

উত্তর ঃ ব্যক্তিগত পুঁজির বিনিয়োগ ও কার্যকারীতা অর্জনের জন্য বাইরে থেকে পাওয়া সুযোগ ও সহযোগীতাই হল সহায়ক পুঁজি। সহায়ক পুঁজির বিভিন্ন উৎস রয়েছে, যেমন প্রাতিষ্ঠানিক (ইউনিয়ন পরিষদ, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান/প্রকল্প/কর্মসূচী ইত্যাদি) সহায়াক পুঁঁজি, নগদ অর্থ/ত্রান সামগ্রী, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক জ্ঞান/লেখাপড়া, অভিজ্ঞতা এবং আইন-চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা ইত্যাদি। তাছাড়া অন্যান্য সাহায়াক পুঁজির মধ্যে রয়েছে কৃষক সমিতি, বিভিন্ন এনজিও-র সমিতি, ক্লাব/সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তি, ইমাম, চেয়ারম্যান, ডাক্তার ইত্যাদি।

 

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.