Presentation


Question: What do you mean by presentation?

Answer: Presentation is a process by which a subject or object is presented or expressed to others in such a way that the person's idea about the subject or object is clear and he can easily understand the subject.

Before and during the presentation, an instructor / assistant needs to carefully observe, review and practice the following:

Before Presentation  (উপস্থাপনার পূর্বে)

অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা

অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা

অংশগ্রহণকারীদের ভাষা সংস্কৃতিগত অবস্থান

অংশগ্রহণকারীদের প্রয়োজন আগ্রহ

উপস্থাপনার বিষয়

বিষয়ের উদ্দেশ্য

উপস্থাপন প্রক্রিয়া

পদ্ধতি

উপকরণ

স্থান বা ভেন্যু

বসার ব্যবস্থা

During Presentation  (উপস্থাপনা চলাকালীন)

অংশগ্রহণকারীদের স্বাগত জানানো

 নিজের পরিচয় দেওয়া

বিষয়ের শিরোনাম উদ্দেশ্য বর্ণনা

সকল অংশগ্রহণকারীদের দিকে পুনঃ পুনঃ তাকানো

কোন বিভ্রান্তিমূলক তথ্য না দেওয়া

জটিল কঠিন শব্দ পরিহার করা

সহজ-সরল ভাবে উপস্থাপন করা

 বক্তব্যের সার সংক্ষেপ তুলে ধরা

Steps of Presentation  (উপস্থাপনার ধাপসমূহ)

জড়তা কাটানো

উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা

নিয়মনীতি ঠিক করা

 প্রত্যাশা যাচাই করা

উপস্থাপনা

আলোচনা করা

প্রশ্ন করা

 বিষয় বিশ্লেষন করা

ঐক্যমতে আসা

ফিডব্যাক নেওয়া

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.