Good Governance and Advocacy


প্রশ্ন ঃ
Good Governance (সুশাসন) কি

উত্তর ঃ সুশাসন হচ্ছে একটি পদ্ধতিগত শাসন ব্যবস্থা যেখানে আইনের শাসন, গণতান্ত্রিক রীতিনীতির চর্চা, সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া এবং জবাবদিহিতামূলক প্রতিনিধিত্ব ও শাসন কাঠামো রয়েছে এবং যার মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে সমান সুফল ভোগ করে এবং প্রতিষ্ঠানের ও সমাজের সুসম্পর্ক প্রতিষ্টিত হয়।

Pillars of Good Governance (সুশাসনের স্তম্ভ) ঃ

  • 1.       জবাবদিহিতা (Accountability)
  • 2.       স্বচ্ছতা (Transparency)
  • 3.      আইনের শাসন (Predictability)
  • 4.       অংশগ্রহন (Participation)

প্রশ্নAdvocacy (এডভোকেসী)  বলতে কি বেঝেন ?

উত্তর ঃ এডভোকেসী হচ্ছে নীতি পরিবর্তনের জন্য তথ্য ব্যবহারের একটি কৌশলগত প্রক্রিয়া যা পিছিয়ে পড়া জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এডভোকেসী কোন স¤প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে সজাগ করে আলোচনা করে এবং নীতি নির্ধারকদের সিদ্ধান্তে উপনীত হতে নির্দেশনা দেয়।

Importance of Advocacy (এডভোকেসীর গুরুত্ব) ঃ

  • সামাজিক মূলধন গড়ে তোলা
  • ক্ষমতার বিকেন্দ্রীকরণ
  • সম্পদের সুষ্ঠবণ্টন
  • সরকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ও দায়বদ্ধ করা
  • নারীর ক্ষমতায়ন
  • মৌলিক অধিকারসমূহ আদায়ে সহায়তা করা
  • দারিদ্রের মূল করান দূরীকরনে প্রচেষ্টা করা
  • নীতি ও বাস্তব অনুশীলনকে প্রভাবিত করা

Advocacy Tools কি ভাবে করা হবে  t

  • লবি
  • মিটিং
  • সমঝোতা, কোয়ালিশন
  • টিভি, রেডিও
  • স্বাক্ষর ক্যামপেইন
  • নেটওয়ার্ক
  • প্রেস ব্রিফিং কনফারেন্স
  • সাংবাদিকদের ভিজিট করানো
  • জনসভা, পথসভা, বিতর্ক সভার আয়োজন করা
  • পোষ্টার ও বিজ্ঞাপন
  • স্বারকলিপি পেশ, র‌্যালি, মানব বন্ধন

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.