Social Safety Net (সামাজিক নিরাপত্তা ব্যবস্থা) Importance of Social Safety Net (সামাজিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব)


প্রশ্ন ঃ
Social Safety Net (সামাজিক নিরাপত্তা ব্যবস্থা) বলতে কি বেঝেন ?

উত্তর ঃ আমরা অনেক সময় জাল দিয়ে ফলের গাছ ঢেকে দিয়ে চুরি বা ক্ষতির হাত থেকে ফল রক্ষা করি, আবার অনেক সময় জালের নিচে হাঁস-মুরগীর বাচ্চও রেখে দেই যাতে চিল/বিড়াল না নিতে পারে। তেমনি অদৃশ্য কোন জাল দিয়ে আমাদের সমাজকে এভাবে ঢেকে রাখা যাতে কোন সমস্যা আর সমস্যা থাকবে না। এই জাল সমাজের সবাইকে নিরাপত্তা দিতে সাহায্য করবে। এমন অদৃশ্য জাল যখন সমাজের নিরাপত্তা দেয় তখন সেই জালকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বলে। সমাজের সবাই মিলে এমন একটি ব্যবস্থা/পরিবেশ সৃষ্ঠি করা যেখানে সমাজের একজনের প্রয়োজনে অন্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে, অসহায়কে সকলে সাধ্যমাত সাহায্য-সহযোগীতা করবে, সমাজে কোন অন্যায় অনাচার থাকবে না, সমাজে সুখ-শান্তি থাকবে, সেই ব্যবস্থাকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বলে।

Importance of Social Safety Net (সামাজিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব) ঃ

সমাজের সবার প্রতি সবার আস্থা, বিশ্বাস, একসাথে কাজ করার আগ্রহ, সমাজের যে কোন সমস্যা মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ও ইচ্ছা, স্বচ্ছলতা, সুস্বাস্থ্য ইত্যাদির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা/জাল তৈরী হয় বলে এর গুরুত্ব অনেক বেশি। ধ্যমে যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অল্প বয়সে গর্ভধারনের মত সামাজিক সমস্যার মূল কারন হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব। যতদিন পর্যন্ত আমরা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারব অর্থাৎ অভিভাবকরা তাদের কিশোরীদের বিয়ে না দিয়ে বাড়ি ও সমাজে নিরাপদে চলাচলের সুযোগ না পাবে, ততদিন বাল্যবিবাহের মত সামাজিক সমস্যা রোধ করা সম্ভব হবেনা।

Comments

Popular posts from this blog

Supervision, Monitoring and Evaluation.

Facilitation বা সহায়তা করা ।

Livelihoods Assets (স্থিতিশীল জীবিকার পরিসম্পদসমূহ)

Motivation বা উদবুদ্ধকরন।

Management, Planning, Co-operation.