সিবিও, দল, সংগঠন (CBO, Group, Organization)
প্রশ্ন t Association/CBO/দল/সংঘ/সমিতি/ বলতে কি বোঝেন ?
উত্তর t Association হল এমন একটি জনসমষ্টি যার অন্তর্ভূক্ত ব্যক্তিবর্গ এক বা একাধিক বিশেষ উদ্ধেশ্য সাধনকল্পে একতাবদ্ধ হয়ে কতগুলো স্বীকৃত বা অনুমোদিত কার্যপ্রণালী বা আচরনের দ্বারা সুসংবদ্ধভাবে চালিত হয়। যেমনঃ ট্রেড ইউনিয়ন, কৃষক সমবায় সমিতি, শিক্ষক সমিতি, ফুটবল ক্লাব ইত্যাদি এক একটি সংঘ। সংঘ বিভিন্ন উদ্ধেশ্য নিয়ে গঠিত হয়, যেমন- কল্যাণমূলক, বিনোদনমূলক, অধিকার আদায়ের লক্ষ্যে, সাহিত্য ও সাংস্কৃতিক প্রগতির লক্ষে ইত্যাদি।
cÖkœ t Social
Institutions (সামাজিক প্রতিষ্ঠান) বলতে কি বোঝেন ?
উত্তর ঃ প্রতিষ্ঠান বলতে আমরা
বুঝি প্রচলিত বিধি, কর্মপদ্ধতি
বা সামাজিক ব্যক্তিসমূহের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের রীতি। সামাজিক বন্ধনকে সুন্দর
ও সুশৃঙ্খলভাবে টিকিয়ে রাখার জন্যই সামাজিক প্রতিষ্ঠান ও অনুষ্ঠান গঠিত হয়েছে। যেমন-
অর্থনৈতিক প্রতিষ্ঠান - বাস্তব
জীবনের প্রয়োজন মেটানের জন্য
রাজনৈতিক প্রতিষ্ঠন - সমাজের
অধিকার ও কর্তব্য পালনের জন্য
ধর্মীয় প্রতিষ্ঠান - বৃহত্তম
শক্তির সাথে সম্পর্ক স্থাপনের জন্য
এছাড়াও বিবাহ ও পরিবার, শিক্ষা
প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন Group (দল) বলতে কি বোঝেন ?
উত্তর ঃ একই বৈশিষ্ট ও উদ্দেশ্যের একাধিক লোকের সমন্বয়ই
হল দল। অন্যভাবে বলা যায় দল/গ্র“প হচ্ছে দুই বা ততোধিক সংখ্যক
মানুষের একই লক্ষ্য/উদ্দেশ্যে একত্রিত হওয়া। যেখানে, প্রতেকেই একে অপরের সহযোগীতায়
নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে লক্ষ্য/উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হয়।
দলঃ সামজিক সচেতনতা,
ঋণ ও সঞ্চয় কার্যক্রমের
উদ্দেশ্যে একই এলাকায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠি যখন কোন সংস্থা কতৃক আরোপিত নিয়মকানুনের
ভিত্তিতে মিলিত হয় তখন তাকে দল/সমিতি বলে।
Classification of Group (দলের প্রকারভেদ) t
১) Primary Group (মুখ্য বা প্রাথমিক দল বা গোষ্ঠী) ঃ মুখ্য বা প্রাথমিক দলকে সমষ্টিগত জীবনের
প্রধান কেন্দ্র বা অনৃ বলা চলে। প্রাথমিক দল সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত।
এ দলের মাঝেই আমরা আমাদের সবচেয়ে ব্যক্তিগত জীবন যাপন করে থাকি এবং এক্ষেত্রেই আমাদের
সামাজিক সম্পর্ক সবচেয়ে বেশী ঘনিষ্ট। এরূপ প্রাথমিক অবস্থায় প্রতিটি লোক পরস্পরের সহায়ক
হয় এবং তাদের সব সমস্যা যৌথভাবে সমাধানের চেষ্টা করা হয়। মুখ্য বা প্রাথমিক দলের কোন
সভ্য সমস্ত দলের একাতœতা অনুভব করে এবং “আমরা” (ডব ঋববষরহম) ভাবটা খুব প্রবলভাবে উপলদ্ধি করে।
২) Secondary Group (গৌন দল বা গোষ্ঠী) ঃ সমাজের লোকদের প্রাথমিক প্রয়োজন
মিটে যাওয়ার পর আনুষাঙ্গিক কিছু প্রয়োজন উপলদ্ধি করে এবং সেসব প্রয়োজন মেটানোর জন্য
গৌন দল গড়ে ওঠে। গৌনদল কতগুলো নীতি বা আদর্শের দ্বারা গড়ে ওঠে। যেমন ঃ ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতি, ছাত্র দল ইত্যাদি।
৩) Intermediate Group (অন্তর্বর্তী দল বা গোষ্ঠী) ঃ প্রাথমিক ও গৌন দলের
মধ্যবর্তী এ দলের বৈশিষ্ট্য প্রাথমিক দলের মতও নয় আবার গৌন দলের মতও নয়। এ দল হচ্ছে
দুয়ের মাঝামাঝি দল। এ দলের সদস্যদের মাঝে সম্পর্ক প্রাথমিক দলের মত ততটা ব্যক্তিগত
বা ঘনিষ্ট নয় আবার তেমনি গৌন দলের তুলনায় ততটা কৃত্রিমও নয়। যেমন ঃ স্বেচ্ছাসেবক দল, সংখ্যা গরিষ্ঠ দল, সংখ্যা লঘিষ্ঠ দল, স্বল্পমেয়াদী
দল ও দীর্ঘস্থায়ী দল।
৪) Natural and Artificial Group (স্বাভাবিক ও কৃত্রিম দল বা গোষ্ঠী) ঃ পরিবার, স¤প্রদায়, জ্ঞাতি-গোষ্ঠি
ইত্যাদি স্বাভাবিক ভাবে গড়ে ওঠে পক্ষান্তরে অবসর বিনোদন, ব্যবসা-বানিজ্য, শিক্ষা বিস্তার ইত্যদির জন্য যে গোষ্ঠি গড়ে ওঠে তকে
বলা হয় কৃত্রিম গোষ্ঠি।
৫) All-inclusive and partially inclusive Group (সর্বব্যাপক দল ও আংশিক ব্যাপক দল) ঃ
৬) Co-action and interacting Group (সহক্রিয়া গোষ্ঠী ও মিথস্ক্রিয়া দল বা গোষ্ঠী) ঃ
শিল্প কারখানার একটি বিভাগ, ক্রিকেট ক্লাব, ফুটবল
ক্লাব ইত্যদি।
৭) Formal and Informal Group (নিয়মনিষ্ঠ ও অনিয়মনিষ্ঠ দল বা গোষ্ঠী) ঃ রাজনৈতিক
দল, ফুটবল দল, পরিবার
ইত্যাদি নিয়মনিষ্ঠ দল পক্ষান্তরে বনভোজন দল, বরযাত্রী
দল, শিকারী দল ইত্যাদি অনিয়মনিষ্ঠ দল।
৮) Dyad and Traids Group (দ্বয়ী ও ত্রয়ী দল বা গোষ্ঠী) ঃ দ্বয়ী বা যুগলগোষ্ঠী
অনেক রকম হতে পারে যেমন- বিবাহিত দম্পতি, পিতা-পুত্র, বন্ধুদ্বয়, ব্যবসায় জড়িত অংশিদার ইত্যাদি। তিন সদস্যবিশিষ্ট
গোষ্ঠিকে নিয়ে ত্রয়ী দল গঠিত।
প্রশ্নt How to Create a Group ? কি
ভাবে একটি দল গড়ে উঠে ?
উত্তর ঃ একই এলাকা, শ্রেণী বা পেশার মানুষ একত্রিত
হয়ে দল গড়ে তোলে, দলের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, যা নিয়ে দল তার কর্মসূচী নির্ধারণ
ও বাস্তবায়ন করে, সকল সদস্যেরই পৃথক/আলাদা দায়িত্ব থাকলেও ক্ষমতা সকলেরই সমান।
ফলে দলের ভালো-মন্দ নির্দিষ্ট করে কারো উপর বর্তায় না; পরস্পরের প্রতি আন্তরিকতা আছে
এবং একে অপরের প্রতি আস্থাশীল এমন ব্যক্তিদের নিয়ে দল গড়ে ওঠে।
প্রশ্ন t Importance of Group (
দলের প্রয়জনিয়তা ও সুবিধাগুলি কি কি ) ?
উত্তর ঃ দলের সুবিধাগুলো নিম্নরূপ-
§
অসংগঠিত-দরিদ্র জনগণ একতাবদ্ধ হয়ে নিজেদের ভগ্যের উন্নয়নে/দারিদ্র
দূরিকরণে কাজ করতে পারে
- অল্প সময়ে ও স্বল্প ব্যায়ে কার্যক্রম সম্পন্ন করা যায়
- সম্পদে অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠবণ্টন নিশ্চিত হয়
- অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিবাদ এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হয়
- অধিকার, দায়িত্ব-কর্তব্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়
- পুঁজি সৃষ্টি, সক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি হয়
- দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ সম্পাদন করা/একে অপরকে সহযোগীতা করা যায়
- সকলের খোঁজ-খবর রাখা যায়
- বিপদে-আপদে, আনন্দ-বেদনায় একে অপরের পাশে থাকা যায়
- দলের সকলের ঐক্যমতের ভিত্তিতে সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়
- মানবিক অবকাঠামো গড়ে তোলে যা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উন্নয়নের উপকরণ যোগান দেয়
উত্তর ঃ দল গঠনের ধাপ সমূহ নিম্নরূপ ঃ
1.
Feasibility Study
and Area Identification (সম্ভাব্যতা যাচাই ও এলাকা চিহ্নিত
করা )
2.
Baseline Survey (দলভূক্ত পরিবার চিহ্নিতকরণ ও তাদের তথ্য অবগত হওয়া)
3.
Individual
Contact (চিহ্নিত প্রতিটি পরিবারের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ)
4.
Small Group
Discussion (আগ্রহী ব্যক্তিদের সঙ্গে ক্ষুদ্র
দলে অআনুষ্ঠানিক আলোচন)
5.
Member
Identification (তালিকাভূক্ত সদস্য/সদস্যা যাচাই, সাপ্তাহিক সভার স্থান, সময় ও দিন নির্ধারণ)
6. Group Formation (দল গঠন
ও সংস্থার কর্যালয়ে তালিকা হস্তান্তর)
Comments
Post a Comment